বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

এবার খোঁজ মিলল ভিনগ্রহের কফিন!

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৪, ২০১৭

অনলাইন ডেস্ক : মিসরে প্রাচীন পিরামিডের কাছে একটি বাক্সের মতো রহস্যময় কফিনের সন্ধান পাওয়া গেছে। অনেকেই ধারণা করছেন, এই কফিন পৃথিবীর নয়, ভিনগ্রহের। মিসরের নিম্নাঞ্চলে গিজার গ্রেট পিরামিড থেকে ১২ মাইল দক্ষিণে মেমফিসের কাছে সাকারার একটি কবরস্থানে এই কফিনের সন্ধান মেলে। কফিনটি গ্রানাইট পাথরের তৈরি।

ইউএফও বা ভিনগ্রহের যান সম্পর্কে বিশ্বাসীরা বলছেন, কফিনের বক্সটি সত্যি অসাধারণ। এর প্রযুক্তি কৌশল একুশ শতকের মানের। এলিয়েন তাত্ত্বিক ব্রায়েন ফোয়েরস্টার কফিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, কফিনের বক্সটির ওজন হবে ১০০টন। আর এই বক্সের উপরি ভাগে একটি ঢাকনা রয়েছে যার ওজন হবে ৩০ টন।

ইউএফও গবেষকরা আরও বলছেন, পাথরের এই বক্সের ডিজাইন ভিনগ্রহীদের করা। কিন্তু কিছু লোক বলছে, এটা আশ্চর্যের কোনো বিষয় নয়, কারণ প্রাচীন মিসরের প্রকৌশলীরা অসাধারণ কিছু করতেই দক্ষ ছিলেন। তবে প্রাচীন মিসরীয়রা কীভাবে, কোন প্রযুক্তি ব্যবহার করে এত সুদক্ষভাবে পাথর কেটে এই বক্স তৈরি করেছে, অনেকের কাছে তা বোধগম্য নয়।

এ জাতীয় আরও খবর