বৃহস্পতিবার, ৮ই জুন, ২০১৭ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

১২ বছরে সড়কে প্রাণ গেল ৫৭ হাজার ২২৬ জনের

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত গত ১২ বছরে সারা দেশে ৫১ হাজার ৬৬৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭ হাজার ২২৬ এবং আহত হয়েছেন ৯৩ হাজার ৫০৬ জন।
সড়ক দুর্ঘটনার ওপর জরিপ চালিয়ে এসব তথ্য তুলে ধরেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।
প্রতিবেদনটি দেশের শীর্ষস্থানীয় ২০টি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থা থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এসব দুর্ঘটনার কারণ হিসেবে কমিটি বলেছে- বেপরোয়া গতিতে গাড়ি চালানো। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ। নিয়ম ভঙ্গ করে ওভারলোডিং ও ওভারটেকিং করার প্রবণতা। চালকদের দীর্ঘ সময় বিরামহীনভাবে গাড়ি চালানো। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা। ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব। ঝুঁকিপূর্ণ বাঁক ও বেহাল সড়ক।
এদিকে পর্যবেক্ষণে দেখা গেছে, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে চার হাজার ৫৯২টি। এতে নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ছয় হাজার ৮২৩ ও ১৪ হাজার ২৬ জন।
২০১৬ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা দুই হাজার ৯৯৮। এতে তিন হাজার ৪১২ জন নিহত ও আট হাজার ৫৭২ জন আহত হন।
এই হিসেবে গত বছর সড়ক দুর্ঘটনা কমেছে এক হাজার ৫৯৪টি।
নিহত ও আহতের সংখ্যা কমেছে যথাক্রমে তিন হাজার ৪১১ ও পাঁচ হাজার ৪৫৪ জন।
অর্থাৎ ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার হার ৩৫ শতাংশ, নিহতের হার ৫০ শতাংশ ও আহতের হার ৩৯ শতাংশ কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে চার হাজার ৭৫৬টি দুর্ঘটনায় ছয় হাজার ৮১৩ জন নিহত ও ১১ হাজার ৫২৮ জন আহত হয়েছেন।
২০১২ সালে চার হাজার ৮১৭টি দুর্ঘটনায় পাঁচ হাজার ৯৫৪ জন নিহত ও ১২ হাজার ৯০৮ জন নিহত হয়েছেন।
২০১১ সালে চার হাজার ৯৫৯টি দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে পাঁচ হাজার ৯২৮ ও ১১ হাজার ৪৩০ জন।
২০১০ সালে তিন হাজার ১০৭টি দুর্ঘটনায় দুই হাজার ৬৪৬ জন নিহত ও এক হাজার ৮০৩ জন আহত হন।
২০০৯ সালে তিন হাজার ৫৬টি দুর্ঘটনায় দুই হাজার ৯৫৮ জন নিহত ও তিন হাজার ৪৫৬ জন আহত হন।
২০০৮ সালে চার হাজার ৮৬৯টি দুর্ঘটনায় তিন হাজার ৭৬৫ জন নিহত ও তিন হাজার ২৩৩ জন আহত হন।
২০০৭ সালে চার হাজার ৭৬৯টি দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে তিন হাজার ৭৪৯ ও তিন হাজার ২৭৩ জন।
২০০৬ সালে তিন হাজার ৭৯৪টি দুর্ঘটনায় তিন হাজার ১৯৩ জন নিহত ও দুই হাজার ৪০৯ জন আহত হন।
২০০৫ সালে তিন হাজার ৯৫৫টি দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে তিন হাজার ১৮৭ ও দুই হাজার ৭৫৫ জন।

এ জাতীয় আরও খবর