আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল২৪’
নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল২৪’। রিপল হচ্ছে, ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আর তারিখ ২৪ ডিসেম্বর হওয়ায় ‘২৪’ সংখ্যাটি যোগ হয়ে ‘রিপল২৪’ হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে জঙ্গি আস্তানার গোপন সংবাদে ‘সূর্যভিলা’ ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
সেখানে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের আত্মসর্মপণের আহ্বান জানায় পুলিশ। এর মধ্যে চার জঙ্গি আত্মসমর্পণ করে; যাদের মধ্যে দু’জন নারী ও দু’জন শিশু। এ সময় তারা একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পুলিশের কাছে জমা দেয়।
তবে অবশিষ্ট ৩ জঙ্গিকে বার বার আত্মসর্মপণের কথা বলো হলেও তারা সে আহ্বানে সাড়া দেননি। পরে বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করে পুলিশ। এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়। নিহত নারী জঙ্গি সুমনের স্ত্রী এবং ১৪ বছর বয়সী অফিফ কাদরী আরিফ।
এ সময় স্প্লিন্টারে আহত (আত্মঘাতী বিস্ফোরণের সময়) এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।