‘বাংলাদেশে যুক্তরাষ্ট্র আর ভারতের স্বার্থ একসূত্রে গাঁথা’
নিউজ ডেস্ক : বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে মোটেই উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। বরং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ ভালো বিষয়।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট এসব কথা বলেছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সফরকালে দেশটির দৈনিক ‘দ্য হিন্দু’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দ্য হিন্দুর সঙ্গে আলাপের সময় বার্নিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নে বরং যুক্তরাষ্ট্র আর ভারতের স্বার্থ একসূত্রে গাঁথা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের স্বার্থ অনেক বিস্তৃত।
ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে বার্নিকাটকে গুলশান হামলার পরের বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স দেখিয়েছে।’
বার্নিকাট আরো বলেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। এবং আমরা দেখতে পেয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে তাঁর সরকারের অসাধারণ সহযোগী (ভারত) আছে।’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরো বলেন, ‘চলতি বছরই বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) হমকি পেয়েছে।
তারা বিদেশি নাগরিক, সরকারি কর্মকর্তা ও ব্লগারদের ওপর হামলা চালিয়েছে। বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী প্রথম থেকেই এসব হত্যাকাণ্ডের কঠোর জবাব দিয়ে আসছে। নিরাপত্তা বাহিনীতে নতুন একটি ইউনিট যুক্ত হয়েছে। নিরাপত্তা রক্ষাকারী আন্তবাহিনীগুলো আরো নিবিড়ভাবে কাজ করছে।’
বার্নিকাট আরো বলেন, ‘বাংলাদেশের বন্ধু ভারত এবং যুক্তরাষ্ট্রও এ অবস্থায় বাংলাদেশকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এ ছাড়া খুব শিগগির বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞদল আসবে।’
এরপর দ্য হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ২০১৯ সালের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কী মত? এই নির্বাচন কি পুরোপুরি অংশগ্রহণের ভিত্তিতে হবে? বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসাতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি না?
জবাবে বার্নিকাট বলেন, ‘সবার অংশগ্রহণে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে- এ ব্যাপারে আমরা আশাবাদী। এটাকে আমরা আরো গুরুত্ব দিয়ে বলছি কারণ, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আওয়ামী লীগের দলীয় কাউন্সিলে দলটির সভাপতি শেখ হাসিনাও এ ব্যাপারটি উল্লেখ করেছেন।’
তবে নির্বাচনের আগে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা খুব একটা থাকবে না বলে উল্লেখ করেন বার্নিকাট। বার্নিকাট বলেন, হ্যাঁ এটা সত্যি যে আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশের প্রধানতম দুটি রাজনৈতিক দল। কিন্তু দেশটিতে ছোট-বড় আরো অনেক রাজনৈতিক দল রয়েছে।