কী চান, সব সমাধান দেবে জার্ভিস (ভিডিও)
অনলাইন ডেস্ক : ‘জার্ভিস’। নির্দেশ পালনকারী কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার। আয়রনম্যান দেখেই জাকারবার্গ বাস্তব জীবনে দৈনন্দিন কাজের জন্য জার্ভিস তৈরির চিন্তা করেন। দীর্ঘ এক বছর সময় নিয়ে অবশেষে তিনি পরীক্ষামূলকভাবে নিজের ঘরেই জার্ভিসকে কাজে লাগাচ্ছেন।
জার্ভিস নিয়ে ফেসবুকে মার্ক জাকারবার্গ তার পেজে একটি ভিডিও পোস্ট করেন।
সফটওয়্যারটি ব্যবহারকারীর নির্দেশ একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বুঝতে পারে। অ্যাপটি দিয়ে ভয়েস কমান্ড ও টেক্সট মেসেজের সাহায্যে যোগাযোগ করা যায় জার্ভিসের সঙ্গে।
এয়ারকন্ডিশন ও থার্মোস্ট্যাটের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বাতি জ্বালানো-নেভানো, টোস্টার, টেলিভিশন, মিউজিক প্লেয়ারের মতো ডিভাইসগুলো চালানো থেকে শুরু করে ফেস রেকগনিশন বা চেহারা সনাক্ত করার মতো কাজও করতে পারে জার্ভিস।
শুধু তাই নয়, জার্ভিস একটি বাসার ভেতরে চলমান কাজকর্ম মনিটর করতে পারে, যার উদাহরণ হিসেবে ভিডিওতে দেখা যায়, সফটওয়্যারটি মার্ককে জানাচ্ছে তার মেয়ে ম্যাক্সের ঘুম ভাঙ্গার কথা। আবার ম্যাক্সের ঘর থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বাবা-মাকে কড়া গলায় সাবধান করতেও শোনা যায় সেখানে।
জার্ভিস নামের এ সফটওয়্যারটিকে উন্নত করতে আর কী কী করা যায়, ভিডিওর শেষে মার্ক সবার কাছে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন।