কসবায় ইউপি চেয়ারম্যানের ওপর মাদক কারবারীদের হামলা
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈনুল ইসলাম হামলার শিকার হয়েছেন।
শনিবার বিকেলে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক ব্যবসায়ীরা মঈনুলের ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছেন চেয়ারম্যানের কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
আহত ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম কথা বলে জানা যায় যে , মূলগ্রাম ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবাসয়ী ইসহাক ও তার কয়েকজন সহযোগীকে বেশ কয়েকদিন আগে পুলিশে ধরিয়ে দিয়েছিলাম। এরপর আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে শনিবার বিকেলে ইউপি কার্যালয়ে ইসহাকের নেতৃত্বে ১৫/২০ জন লোক আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় চারগাছ বাজারের সামনে বিক্ষোভ করেন স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলামের কর্মী-সমর্থকরা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন ও জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আমাদের অভিযান চলছে।