আখাউড়ায় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় গত এসএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডোকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উপজেলার তন্তর শাখায় আজ শনিবার সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্কের উর্ধ্বতন কর্মকর্তা আজমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: রমিজ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সদস্য সচিব তাজবীর আহমেদ, ব্যাংক কর্মকর্তা মনির হোসেন, ইউপি সদস্য সাহেদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মো: মিলন হোসাইন, অভিভাবক সুফিয়া বেগম, শিক্ষার্থী তানজিনা আক্তার, রুনা বেগম, মাহির তাইওয়ান প্রমুখ।
পরে অতিথিরা ১৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির এককালীন তিন হাজার টাকা তুলে দেন। পরবর্তী দুই বছর প্রতি মাসে প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।