১১৮ যাত্রীসহ লিবিয়ার বিমান ছিনতাই
আন্তর্জাতিক ডেস্ক :১১৮ জন যাত্রীসহ লিবিয়ার একটি বিমান ছিনতাই করা হয়েছে। এটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করেছে ছিনতাইকারীরা।লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট বলেছেন, নিরাপত্তা বাহিনী মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ঘিরে রেখেছে।
মাল্টার লিজা শহরের ডেপুটি মেয়র বিবিসিকে বলেছেন, তারা কি উদ্দেশে বিমানটি ছিনতাই করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ছিনতাইকারীরা কোনো দাবি-দাওয়ার কথাও জানায়নি।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিবিসির খবরে বলা হয়, দুই ব্যক্তি বোমা ফাটানোর হুমকি দিয়ে বিমানটির চালককে মাল্টায় যেতে বাধ্য করে। ছিনতাইকারীরা বিমানের ভেতর যাত্রীদের জিম্মি করে রেখেছে।