সিরিয়ায় তুর্কি অভিযানে নিহত ৮৮
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি ঘাঁটিতে তুরস্কের বিমান হামলায় অন্তত ৮৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার ব্রিটেনভিত্তিক পর্যবক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ কথা জানায়।
পর্যবেক্ষক সংস্থাটি জানায়, বৃহস্পতিবার আল-বাবে ব্যাপক বিমান হামলায় ২১ শিশুসহ ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। সেখানে শুক্রবারও বিমান হামলা অব্যাহত থাকায় তিন শিশুসহ আরো ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টার বিমান হামলায় ৮৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত আগস্টে সিরিয়ায় তুরস্কের হস্তক্ষেপের পর থেকে এটি ছিল সেখানে তাদের সবচেয়ে বড় হামলার ঘটনা।
তুর্কি বাহিনী ও তাদের সিরীয় বিদ্রোহী মিত্ররা গত কয়েক সপ্তাহ ধরেই আল-বাব দখলের চেষ্টা চালিয়ে আসছে।
এদিকে বৃহস্পতিবার আটক দুই তুর্কি সেনাকে জীবিত পুড়িয়ে মারার ভিডিওচিত্র প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএস। ১৬ সেনা নিহত হওয়ার ঘটনায় তুরস্ক সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করার ঘোষণার পর এ ভিডিও প্রকাশ করা হলো।
গত ২৪ অগস্ট থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেয় তুরস্ক। সিরিয়ায় স্থল অভিযানে সাহায্য করতে তুর্কি বাহিনী নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে। দু’দিন আগেই আইএসের হামলায় ১৬ তুরস্ক সেনা নিহত হয়। এত দিনের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় আঘাত তুরস্কের বিরুদ্ধে। আইএসের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।