নাসিক নির্বাচনে ‘মিডিয়া ক্যু’ হয়েছে : গয়েশ্বর
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ‘মিডিয়া ক্যু’ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নাসিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার নয়াপল্টনে নিজের চেম্বারে নাসিক নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি ধরা না পড়ে। কারণ অসমর্থিত সংবাদ টেলিভিশনের মাধ্যমে যা আসল তা পরবর্তীতে আনুষ্ঠানিক ফলাফল হয়ে গেল।’
তিনি দাবি করেন, ‘অনেক ভোটকেন্দ্রে ভোট গণনার আগেই ফলাফল ঘোষণা শুরু হল। কেন্দ্রগুলোতে অর্ধেক ভোট গণনাও শেষ না হতেই টেলিভিশনের স্ক্রলে আমরা রেজাল্ট দেখতে পেলাম, এটা সন্দেহজনক।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমরা যত দূর জানি, চূড়ান্তভাবে অর্থাৎ প্রিজাইডিং অফিসার রেজাল্ট শিটে স্বাক্ষর না করা পর্যন্ত এমনটা করার কথা নয়, অথচ সেটাই হয়েছে।’
তিনি বলেন, শেখ হাসিনা ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার পর বলেছিলেন, ‘মিডিয়া ক্যু’। তাঁর সেই কথাই দিয়েই তাকে উত্তর দিতে চাই- নারায়ণগঞ্জের নির্বাচনেও ‘মিডিয়া ক্যু’ হয়েছে।
গয়েশ্বর বলেন, ‘আমাদের এই আলামতই খুঁজতে হবে- এই ফলাফলটা কিভাবে তৈরি হল ও ফলাফলটা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা (গণমাধ্যম) প্রচার ও প্রকাশ করলো। এখন এটি আমার একটা দায়িত্বও বটে, যেহেতু আমার জবাবদিহিতার ব্যাপার আছে এটা বের করার।’
‘মিডিয়া ক্যু’ সম্পর্কে নিজের দাবির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘দেখুন- আমাদের দলের অনেক কাউন্সিলর প্রার্থী পাস করছেন। সেক্ষেত্রে দেখা যায় আমাদের মেয়রের ফলাফলটা গেল কোথায়? এই কাউন্সিলরদের নানা মার্কায় ভোট পড়েছে, তাদের ভোট তো বিএনপির ভোট। তাহলে তাদের তো ধানের শীষ মার্কায় ভোট দিতে কখনোই কৃপণতা দেখানোর কারণ নেই।’
গয়েশ্বর বলেন, ‘ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে মাত্র। তখন বিভিন্ন মিডিয়া রেজাল্টগুলো দিচ্ছে অসমর্থিতভাবে। মিডিয়ায় সবসময় রেজাল্ট দেয় অফিসিয়ালি ঘোষণার পর অর্থাৎ যা পায়, তাই দেয়। কাল (বৃহস্পতিবার) অসমর্থিত দিয়ে শুরু করেই শেষ করছে। এই অসমর্থিত ফলাফলগুলো শেষ পর্যন্ত দেখা গেল সমর্থিত। এখানে কম-বেশি হয়নি। যে অসমর্থিত ফলাফল দিয়েছে, তা থেকে ১০ হাজার কম হয়েছে অথবা বেশি হয়েছে, তা কিন্তু হয়নি।’
তিনি বলেন, ‘এই কৌশলটা যারা ভোট গণনার ভেতরে ছিলেন, তারা কোনো না কোনোভাবে আপনাকে অবহিত করেছেন। আপনারা (গণমাধ্যম) কোনো না কোনো অসমর্থিত সূত্র থেকে ফলাফলগুলো পেয়েছেন। আপনারা জানেন না, ওই কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে কি না। আমি মিডিয়াকে দুষছি না- কারণ তারা একটি ভিত্তির ওপর ওই অসমির্থত ফলাফলগুলো প্রচার করেছে।’
নাসিক নির্বাচনে বিএনপির এই সমন্বয়ক বলেন, ‘বৃহস্পতিবারের নির্বাচনটা ফেয়ার, ফলাফলটা আনফেয়ার। ভোটের ফলাফলের ব্যবধানটা অত্যন্ত অবিশ্বাস্য।’