মঙ্গলবার, ২৭শে ডিসেম্বর, ২০১৬ ইং

জিকার আশঙ্কায় গর্ভধারণ করতে আগ্রহী নন ব্রাজিলের নারীরা!

CTGBDNEWS.COM
ডিসেম্বর ২৩, ২০১৬

অনলাইন ডেস্ক : ব্রাজিলের অর্ধেকের বেশি নারী জিকার ভাইরাসের আশঙ্কায় গর্ভধারণ করতে আগ্রহী নন। স্বাস্থ্য বিষয়ক পত্রিকা বিএমজেতে শুক্রবার প্রকাশিত এক গবেষণা জানানো হয়েছে, জুন মাসে ১৮ থেকে ৩৯ বছর বয়সী দুই হাজারের বেশি নারীর উপর এক জরিপ চালানো হয়।

Loading...

জরিপে অংশ নেওয়া নারীরা জানান, জিকা ভাইরাসের আশঙ্কায় তারা গর্ভধারণ এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছেন। জরিপে আরো উঠে এসেছে, ১৬ শতাংশ নারী জানিয়েছে, তাদের গর্ভধারণের কোন পরিকল্পনা নেই।

বিশ্বে জিকা ভাইরাসে আক্রান্ত ১৫ লাখ মানুষের মধ্যে অধিকাংশই ব্রাজিলের বাসিন্দা। গত বছর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬শ’ শিশু মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হয়েছে। এতে নবজাতক শিশুরা অস্বাভাবিক ছোট ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)।

More from my site

  • ওবায়দুলের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশওবায়দুলের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
  • আওয়ামী লীগ নেতা এমএ আজিজ আর নেইআওয়ামী লীগ নেতা এমএ আজিজ আর নেই
  • তৃতীয় ধাপে ৪৬ ইউপিতে প্রার্থী নেই বিএনপিরতৃতীয় ধাপে ৪৬ ইউপিতে প্রার্থী নেই বিএনপির
  • দুদক এখনও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়নিদুদক এখনও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়নি
  • প্রভাষককে ধরলেন পুলিশ, দিলেন সিআইডিতে পুলিশের বক্তব্যে গড়মিলপ্রভাষককে ধরলেন পুলিশ, দিলেন সিআইডিতে পুলিশের বক্তব্যে গড়মিল
  • ‘বিশ্বসুন্দরী’ মিথ্যাবাদি