অস্ট্রেলিয়া-পাক টেস্টে জঙ্গি হামলার শঙ্কা!
স্পোর্টস ডেস্ক :আগামী ২৬ ডিসেম্বর (বক্সিং ডে টেস্টে) মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও সফরকারী পাকিস্তানের মধ্যকারদ্বিতীয় টেস্ট ম্যাচ। পাশ্চাত্যে দিনটি ছুটির দিন হওয়ায় স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ঢল নামবে তা বলাই বাহুল্য।
তবে সবকিছু ভন্ডুল হতে চলেছে মেলবোর্নে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটকের পর। আটক সাতজন জঙ্গিদল আইএসের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মেলবোর্ন পুলিশ জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব বড়দিনে তাদের বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। সন্ত্রাসীদের টার্গেট ছিল মেলবোর্ন ফ্লাইন্ডার্স স্ট্রিট রেল স্টেশন। যার খুব কাছেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘আমাদের প্রতিনিধিরা মেলবোর্নের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। বক্সিং ডে টেস্ট ও সারা দেশে চলা ক্রিকেট ম্যাচগুলোর সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি আমরা।’
পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাশটন জানিয়েছেন, ক্রিকেট ম্যাচগুলোর বিষয়ে কোনো হুমকি এখনও পর্যন্ত পুলিশের গোচরে আসেনি। তবে তারপরও ওই দিন ক্রিকেট ম্যাচগুলোকে গিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।