g কেনিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৪০ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১১ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

কেনিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৪০

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১১, ২০১৬

---

photo-1481437724আফ্রিকার দেশ কেনিয়ার মহাসড়কে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ মারা গেছেন। শনিবার রাতে নাইরোবির উপশহর নাইভাশার রাস্তায় পেট্রলবাহী একটি ট্যাঙ্কার দুর্ঘটনায় পড়ে। এতে ওই ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নিহতরা ছাড়া আরো অন্তত ৪০ জন মানুষ আহত হয়েছেন।

মোজেস নান্দালউই নামের এ ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, নাইরোবি-নাকুরুর ব্যস্ততম রাস্তায় দুর্ঘটনার পর তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। কিছুক্ষণ পরেই ওই ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত পাশের ভবন ও গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

কেনিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বিবিসি আরো জানায়, নাইভাশা শহরে ঢোকার মুখে একটি সেতু পার হওয়ার পর ওই ট্যাঙ্কারের চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তায় কাত হয়ে পড়ে যায়। এর কিছুক্ষণ পর গাড়িটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ১১টি যান পুরোপুরি পুড়ে গেছে।

স্থানীয়দের বরাতে বিবিসি জানিয়েছে, এ দুর্ঘটনায় আহতদের অনেকেই আগুনে গুরুতরভাবে পুড়ে গেছেন। এ ছাড়া এমন এক সময়ে দেশটিতে এই দুর্ঘটনার ঘটনা ঘটল, যখন দেশটিতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এর ফলে আহতদের ঠিকমতো চিকিৎসা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ জাতীয় আরও খবর