g ইমরুল-শান্তর বিদায়ে বিপদে কুমিল্লা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ইমরুল-শান্তর বিদায়ে বিপদে কুমিল্লা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৬, ২০১৬

---

shakibস্পোর্টস ডেস্ক : ঢাকা ডায়নামাইটসের রান তাড়া করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫৭ রানের মধ্যে ইমরুল এবং শান্তর উইকেট হারিয়ে লড়াই করছে মাশরাফির দল। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে ১৭০ রান সংগ্রহ করে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীর গতিতে ব্যট চালাতে থাকেন দুই ওপেনার। দলীয় ২৪ রানে বিদায় মোহাম্মদ শহীদের বলে সাকিবের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। তিনি ১৯ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। এরপর ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন ইমরুল কায়েস। আবু জায়েদের বলে কুমার সাঙ্গাকারার বিশ্বস্ত হাতে ধরা পড়েন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১০.২ ওভারে ২ উইকেটে ৭১।

এর আগে অধিনায়ক সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। ব্যাট করতে নেমে দুই ওপেনার মেহেদী মারুফ এবং সাঙ্গাকারা মিলে ভালো এগোচ্ছিলেন। দলীয় ৩৮ রানে নাবিল সামাদের বলে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন মেহেদী মারুফ। তিনি ১৭ বলে ৩টি চার এবং ১টি ছক্কায় করেছেন ২২ রান। এরপর সাঙ্গাকারা সাথে জুটি বাঁধেন অপর লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৩ রানে রশিদ খানের বলে বোল্ড হয়ে যান সাঙ্গাকারা। ২৮ বলের ইনিংসটিতে তিনি ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

সাঙ্গার বিদায়ের পর জয়াবর্ধনের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে জয়াবর্ধনেকে বেশিক্ষণ সঙ্গী হিসেবে পাননি সাকিব। ২৭ বলে ৪ বাউন্ডারিতে ৩১ রান করে রশিদ খানের দ্বিতীয় শিকার হন তিনি। চতুর্থ উইকেটে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক সাকিব এবং তরুণ মোসাদ্দেক হোসেন। ১৮ বলে ২ চার এবং ১ ছক্কায় ২৫ রান করে সোহেল তানভীরের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।

তবে ব্যাট চালিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। তার সঙ্গী হন হার্ডহিটার সেকুজে প্রসন্ন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। সাকিব ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে অপরাজিত থাকেন। ১ চার এবং ১ ছক্কায় সেকুজে প্রসন্ন করেন ১১ রান।

দিনের অপর খেলায় সন্ধ্য পৌনে ৬টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস এবং খুলনা টাইটান্স। খেলাগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।