ব্রাহ্মণবাড়িয়ায় মায়ানমারে রোহিঙ্গ মুসলিম গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ
---
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ায় মায়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক মুসলিম গনহত্যা, হামলা, নির্যাতন এবং দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের টেংকের পাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও ধর্মপ্রান মুসলমানগনের অংশগ্রহন করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলীর গোলচত্বরে গিয়ে সমাবেশ করে।
ব্রাহ্মণবাড়িয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা আশেকে এলাহী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিাল মাওলানা মোবারক উল্লাহ, ভাদুঘর সিরাজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মনিরুজ্জামান সিরাজী, মাও. নোমান হাবিবী, মুফতি আব্দুর রহিম সিরাজী প্রমূখ। সমাবেশে বক্তারা মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানান। মায়ানমারের নির্যাতিত মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের কাছে জোর দাবী জানান।