১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


আপত্তিকর প্রশ্ন, কী জবাব দিলেন এই নায়িকা? (দেখুন ভিডিও)


Amaderbrahmanbaria.com : - ১৪.১১.২০১৬

বিনোদন ডেস্ক : ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখতে বহু নায়িকাই সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাট করেন৷ তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডিও তাই করছিলেন৷ আচমকাই বিপত্তি৷ কেউ একজন ওই প্ল্যাটফর্মেই তাঁকে স্তন নিয়ে প্রশ্ন করেন৷ তবে অসাধারণভাবে সে পরিস্থিতি সামলেও নেন অভিনেত্রী৷

এ ধরনের কুরুচিকর প্রশ্নের মুখে প্রায়শই পড়তে হয় মহিলাদের৷ এর আগে ক্লিভেজ নিয়ে এক আপত্তিকর মন্তব্য ও ছবির প্রতিবাদ জানিয়েছিলেন বলি নায়িকা দীপিকা পাড়ুকোন৷ গোটা বলিউড এবং পুরুষ অভিনেতারাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন৷ খোদ রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যে হেনস্তার শিকার হয়েছিলেন৷ এমনকী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বা পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম ভারচুয়াল দুনিয়ায় অত্যন্ত কটূ কথা শুনতে হয়েছে৷ তবে সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, কেউই মুখ বুজে বসে থাকেননি৷ তীব্র প্রতিবাদ জানিয়ে কুরুচিকর ব্যক্তির মুখোশ খুলে দিয়েছেন প্রায় সকলেই৷ শ্রভ্যাও তাই করলেন৷

স্তনের আকৃতি কীরকম-এরকম প্রশ্ন শোনামাত্র ক্ষিপ্ত হয়ে ওঠেন নায়িকা৷ যিনি এ প্রশ্ন করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলেন, সকলেই তাঁর মন্তব্য দেখছে৷ সারা বিশ্বের মানুষ দেখছেন তাঁর রুচি কীরকম৷ আর তা নিয়ে ওই ব্যক্তির লজ্জা হওয়া উচিত বলে জানান তিনি৷ পাশাপাশি তিনি জানান, হতে পারে তাঁর সুন্দর স্তন আছে, কিন্তু আলোচনা তো তা নিয়ে হচ্ছে না৷ তাহলে এ প্রশ্ন আসছে কেন? তিনি তো তাঁর শরীর নিয়ে কথা বলছেন না৷ সকল মহিলারই স্তন আছে, কিন্তু তা নিয়ে প্রশ্ন করতে হবে কেন? পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এই ধরনের লোকের জন্যেই দেশ খারাপ দিকে এগোচ্ছে৷

শ্রভ্যার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকে৷ আজও যে প্রকাশ্যে, শিক্ষিত মানুষের প্ল্যাটফর্মেও মহিলাদের কীরকম হেনস্তার শিকার হতে হয় এ ভিডিও তারই যেন প্রমাণ দিচ্ছে৷ তবে শ্রভ্যার জবাব দেওয়ার কথা তুলে অনেকে বলছেন, এভাবেই প্রত্যেকটি আপত্তিকর কথার প্রতিবাদ জানানো উচিত৷ সুত্র: সংবাদ প্রতিদিন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close