এনডিটিভি পর এবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসামের দু’টি চ্যানেলকে আইন লঙ্ঘনের দায়ে বন্ধের নির্দেশ দিয়েছে।
সংবাদ সময় আসাম’ নামে আসামের একটি আঞ্চলিক চ্যানেলকে একাধিকবার আইন লঙ্ঘনের জন্য ৯ নভেম্বর বন্ধ রাখার এবং কেয়ারওর্য়াল্ড টিভি নামে আরো একটি চ্যানেলকে ওই দিন থেকে পরবর্তী সাত দিন বন্ধের নির্দেশ দেয় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরই একটি শিশু নির্যাতনের ঘটনার সরাসরি সম্প্রচার করেছিল ওই চ্যানেলটি। টিভি সম্প্রচারে যে কোন শিশু নির্যাতনের ঘটনার ছবি দেখানো নাকি বে-আইনি, তাই শাস্তি স্বরূপ চ্যানেলটিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও,চ্যানেলটি দাবি করছেন, এই ছবিটি আরও একাধিক চ্যানেল দেখিয়েছিল। কিন্তু তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি। একমাত্র ব্যতিক্রম এই চ্যানেলটি।
এছাড়াও অভিযোগ করা হয়েছে, এই টিভি চ্যানেলে মরদেহের ফুটেজ দেখানো হয়েছে, যে ফুটেজগুলো সম্প্রচার করা অন্যায়। গত অক্টোবর মাসে এই নিয়ে একটি নোটিশ পাঠানো হযেছিল চ্যানেলটিকে।
চ্যানেলটির উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এমন শাস্তি দিল দেশটির কেন্দ্রীয় সরকার। তাই আগামী ৯ নভেম্বর এই চ্যানেল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ এসেছে।
সূত্র: এনডিটিভি