২৭শে অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১২ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » অপরাধীদের শাস্তি না হওয়ায় নারী নির্যাতন বাড়ছে


অপরাধীদের শাস্তি না হওয়ায় নারী নির্যাতন বাড়ছে


Amaderbrahmanbaria.com : - ২১.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিককালে নারীর প্রতি বেশ কিছু সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ অপরাধীদের কঠোর শাস্তি না হওয়া।

সিগমা হুদা বলেন, নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে বাংলাদেশে কঠোর আইন রয়েছে। তবুও দেশে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতনের ঘটনা। গত ২৬ আগস্ট স্কুলে যাওয়ার বখাটের ছুরিকাঘাতে আহত হয় স্কুল ছাত্রী রিশা। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় তার। এরপর একে একে খবরের শিরোনাম হয় বেশ কিছু নারী। সিলেটে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করার দৃশ্য দেখেছে দেশবাসী। এরপর মুন্সীগঞ্জের স্কুলছাত্রী তাহমিনার ওপর বর্বরোচিত হামলা চালায় বখাটেরা। ১৯ অক্টোবর রাজধানীর মিরপুরে দুই কলেজ ছাত্রীকে বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

তিনি বলেন, প্রকাশ্যে নারীদের ওপর এই নির্যাতনের ঘটনা যেন দেশের সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতির চিত্র প্রকাশ করেছে। এসব ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি জানান সিগমা হুদা।

সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, দিনে দিনে ধর্ষণ ও নারীদের প্রতি নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। প্রকাশ্যে এ ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ার অর্থ দেশের আইনের প্রতি অপরাধীদের বিন্দুমাত্র ভয় বা শ্রদ্ধা নেই, যার প্রধান কারণ অপরাধীদের বিচার না হওয়া ও বিচারকার্য বিলম্বিত হওয়া। এ ধরনের ঘটনায় অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান তিনি।

নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি না হওয়া, সামাজিক অনাচার বৃদ্ধি ও ভারসম্যহীনতা, প্রযুক্তির অপব্যবহার, মূল্যবোধের অভাব, পারিবারিক শিক্ষার অভাব, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে দিন দিন এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করে সংস্থাটি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close