১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » বিশ্ব ক্ষুধা সূচকে ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ


বিশ্ব ক্ষুধা সূচকে ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ


Amaderbrahmanbaria.com : - ১৩.১০.২০১৬

নিউজ ডেস্ক : বিশ্বের ১১৮টি দেশের ওপর ভিত্তি করে ক্ষুধা সূচক নির্ধারণ করা হয়েছে। এই সূচক নির্ধারণে চারটি মূল নির্দেশক ব্যবহার করা হয়েছে এগুলো হলো— অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় ওজনের হ্রাস, বয়সের তুলনায় কম উচ্চতা এবং শিশু মৃত্যুহার। এই সূচকে এবার ১৭ ধাপ পিছিয়ে ৯০ তম অবস্থানে বাংলাদেশ। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩তম।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনিস্টিটিউট তাদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে।

এসব নির্দেশকে ১০০ পয়েন্টে সূচক নির্ধারণ করা হয়। যে দেশ এক্ষেত্রে যত কম নম্বর অর্জন করবে, সেখানকার শিশুর অবস্থা তত ভালো; আর যে দেশ ১০০ নম্বর অর্জন করবে, তাদের অবস্থা তত খারাপ।

সূচক অনুযায়ী, ৫০ এর বেশি চরম সর্তক অবস্থা, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ সতর্ক অবস্থা, ২০ থেকে ৩৪ দশমিক ৯ ভয়াবহ, ১০ থেকে ১৯ দশমিক ৯ মধ্যম মাত্রার এবং ৯ দশমিক ৯ এর নিচে নিম্ম ক্ষুধার হার।

এ দেশে মোট জনগোষ্ঠীর ১৬ দশমিক ৪ শতাংশ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের নিচে থাকা শিশুদের মধ্যে ১৪ দশমিক ৩ শতাংশের উচ্চতার তুলনায় ওজন কম, একই বয়সের শিশুদের মধ্যে ৩৬ দশমিক ৪ শতাংশের আবার তুলনামুলক উচ্চতা কম।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close