১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


খুলতে হবে ট্রাকের বাম্পার-অ্যাঙ্গেল


Amaderbrahmanbaria.com : - ১৩.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক ইত্যাদি খুলতে হবে। অন্যথায় ১ ডিসেম্বর থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ওবায়দুল কাদের এই কথা বলেন।

মহাসড়কে মোটরযানে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সেতুমন্ত্রী বলেন, ফোর এক্সেলের ট্রাকে ৩২ টন পর্যন্ত ওজন পরিবহন করা যাবে। এ জন্য কোনো জরিমানা বা আইনি জরিমানা হবে না। তবে ৪২ টন পর্যন্ত ওজন পরিবহনে প্রাইম মুভারের ক্ষেত্রে একটি অতিরিক্ত একটি অ্যাঙ্গেল স্থাপন করতে হবে। এ জন্য তাদের ছয় মাস সময় দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, খাদ্য ও সার পরিবহনের ক্ষেত্রে লোডসীমা পুনর্নির্ধারণ করে ৩১ অক্টোবর নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিআইজিসহ প্রতিনিধিরা ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close