স্পোর্টস ডেস্ক : ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিসহ চারজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা হয়েছে। তিনজনের বিরুদ্ধে অভিযোগ, একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনে যথাযথ অর্থ পরিশোধ করেননি তাঁরা।
ভারতের সংবাদমাধ্যম ডেইলি ভাসকরের বরাত দিয়ে দ্য কুইন্ট জানিয়েছে, গুরগাঁওয়ে সুশান্ত লোক থানায় ধোনির স্ত্রীসহ অন্য দুজনের বিরুদ্ধে মামলা করেন ডেনিস অরোরা।
ভাসকরের ওই প্রতিবেদনে বলা হয়, সাক্ষী ধোনি, অরুণ পান্ডে, শুভাবতী পান্ডে ও প্রতিমা পান্ডে ঋতি এমএসডি আলমোদ প্রাইভেট লিমিটেডের সহপরিচালক। প্রতিষ্ঠানটি স্পোর্টসফিট ওয়ার্ল্ড নামে একটি জিম ও ফিটনেস সেন্টারের কিছু অংশের মালিক। স্পোর্টসফিটের ৩৯ শতাংশ শেয়ারের মালিক বিকাশ অরোরা। বিকাশের ছেলে ডেনিস অরোরা স্পোর্টসফিটের সহপরিচালক। এমএসডি আলমোদ বিকাশ অরোরার শেয়ারটা কিনতে চান।
ডেনিসের অভিযোগ, চুক্তি অনুযায়ী এসব শেয়ারের মূল্য বাবদ ১১ কোটি রুপি দেওয়ার কথা সাক্ষী ধোনিদের। কিন্তু এখন পর্যন্ত তাঁরা মাত্র দুই কোটি ২৫ লাখ রুপি দিয়েছেন।
তবে ওই প্রতিষ্ঠানের কো-পরিচালক অরুণ পান্ডে জানান, শেয়ারের মূল্য যথাযথভাবেই দেওয়া হয়।
সাক্ষী ধোনির নাম মামলায় দেখে অবাক হয়েছেন অরুণ পান্ডে। তিনি জানান, কয়েক মাস আগেই তো সাক্ষী এ প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন!