স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষে ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে উরুগুয়ে।মঙ্গলবার ড্রয়ে পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় দলটি। তবে দলের পয়েন্ট হারানোর দিন দারুণ এক গোলে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে গোলের রেকর্ড ছুঁয়েছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ।
কলম্বিয়ার বিপক্ষে ২-২ ব্যবধানের ড্রয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। গতকালের গোলসহ বিশ্বকাপ বাছাইপর্বে ১৯টি গোল হয়েছে সুয়ারেজের। আর এর মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হারনান ক্রেসপোকে ছুঁয়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ১৯ গোল নিয়ে এতদিন শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন ক্রেসপো ।
বিশ্বকাপ বাছাইয়ের শুরু থেকেই দক্ষিন আমেরিকা অঞ্চলে দারুণ আধিপত্যে নিজেদের সেরাটা জানান দিয়ে আসছে উরুগুয়ে। শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি দখলে রেখেছিল তারা। তবে কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ে ব্রাজিলের কাছে শীর্ষ স্থানটি হারিয়েছে অস্কার তাবারেজের দলটি।
বাছাইপর্বে ১০ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ১ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। আর দুইবারের চ্যাম্পিয়নে আর্জেন্টিনা ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।