লাইফস্টাইল ডেস্ক :কলা যেমন দেহের জন্য প্রয়োজনীয় একটি ফল। ঠিক তেমনি কলার খোসাও ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্ন ভাবে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রূপচর্চায়ও এটি ব্যবহার করা যায়।
জেনে নিন কলার খোসার ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে-
১) খোলার খোসার ভেতরের অংশ চামচ দিয়ে চেঁছে নিন। তারপর বিবর্ণ চামড়ার জুতায় ঘষে নিন কলার খোসার ভেতরের অংশ। তারপর পাতলা কাপড় দিয়ে মুছে নিন। ঝকঝকে হবে জুতা।
২) ইনডোর প্ল্যান্টের পাতা ময়লা হয়ে গেলে কলার খোসা দিয়ে মুছে নিন। সহজেই পরিষ্কার হয়ে যাবে।
৩) কলার খোসা শুকিয়ে গুঁড়া করে গাছের গোড়ায় দিন। চমৎকার সার হিসেবে কাজ করবে।
৪) অ্যাভোকাডো দ্রুত পাকাতে চাইলে একটি ব্যাগে কলার খোসার সঙ্গে রেখে দিন।
৫) হাত পায়ের রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে কলার খোসা ঘষতে পারেন নিয়মিত।
৬) দাঁতের হলদে ভাব দূর করতে কলার খোসার ভেতরের অংশ ঘষে নিন। নিয়মিত ঘষলে দাঁত হবে ঝকঝকে।