৯ই নভেম্বর, ২০১৬ ইং, বুধবার ২৫শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » আজ পবিত্র আশুরা : রোজা রাখবেন মুসলিম উম্মাহ
পূর্ববর্তী জাতীয় উন্নয়নে সকলকে অবদান রাখার আহ্বান-রাষ্ট্রপতি
পরবর্তী ভিক্টোরিয়া কলেজ হোস্টেলে ছাত্রলীগ নেতার ‘টর্চার সেল’


আজ পবিত্র আশুরা : রোজা রাখবেন মুসলিম উম্মাহ


Amaderbrahmanbaria.com : - ১১.১০.২০১৬

আজ মঙ্গলবার সন্ধ্যা নামলেই আকাশে উঠবে আশুরার চাঁদ। কাল ১০ মহররম পবিত্র আশুরা। আজ সেহরি খেয়ে রোজা পালনের মাধ্যমে দিনটিকে স্মরণ করবে মুসলিম উম্মাহ।
মহররম কুরআনে ঘোষিত বিশেষ মর্যাদাপ্রাপ্ত সম্মানিত মাস। আল্লাহ তাআলা এ মাসে সৃষ্টির শুরু থেকেই মুসলিম উম্মাহর জন্য অনেক নিদর্শন রেখেছেন।
এ মাসে মুসলমানদের জন্য অনেক করণীয় রয়েছে। সংক্ষেপে এ মাসের করণীয় সম্পর্কে বিশ্বনবীর দিক-নির্দেশনা তুলে ধরা হলো, এ মাসের বিশেষ আমল হলো, নফল রোজা পালন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রমজানের পর শ্রেষ্ঠ রোজা হলো, আল্লাহর মাস মহররমের রোজা। (মুসলিম)
১০ মহররম রোজা রাখার মর্যাদা অনেক। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট আমার আশা হলো, তিনি আশুরার দিনের রোজার বিনিময়ে এক বছরের পূর্বের গোনাহ মাফ করে দেবেন। (মুসলিম)
মহররমের ১০ তারিখ আশুরার দিনটি মহররম মাসের নয়, বরং বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসুলকে আশুরার দিনের মতো গুরুত্ব ও মর্যাদা দিয়ে অন্যকোনো দিনে রোজা পালন করতে দেখিনি। (বুখারি ও মুসলিম)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার উপলক্ষে কমপক্ষে দু’টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কারণ অন্যান্য ধর্মাবলম্বীরা এক দিন রোজা পালন করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনে রোজার নির্দেশ দিলে মদিনার লোকেরা বললেন, ইয়াহুদি-খ্রিস্টানরা তো এ দিনকে মর্যাদা দিয়ে থাকে। তিনি বললেন, আগামী বছর আমি ৯ তারিখেও রোজা রাখবো। (মুসলিম)
১০ মহররম ইসলামের প্রথম ফরজ রোজা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, ইসলাম পূর্ব যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখতো। আল্লাহর রাসুলও এ দিনে রোজা রাখতেন। তিনি মদিনায় আগমনের পর নিজে রোজা রাখার পাশাপাশি সবাইকে সেদিন রোজা রাখার নির্দেশ জারি করলেন। এরপর যখন রমজানের রোজার বিধান নাজিল হলো; তখন তিনি বললেন, যে ইচ্ছা এ রোজা রাখবে; যার ইচ্ছা রাখবে না। (বুখারি)
মহররম মাসের ১০ তারিখ আশুরার দিনটি যদিও হজরত মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গী-সাথীদের জন্য বিজয়ের দিন হলেও এ দিনেই ঘটেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদরাক ও মর্মান্তিক কারবালা ঘটনা। পৃথিবীতে উত্তম প্রতিষ্ঠার অগ্রসেনানী হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এ আত্মত্যাগ আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠাকারীদের জন্য অনুপ্রেরণা।
আল্লাহ তাআলা যুগে যুগে মুসলিম উম্মাহর হৃদয়ে এ মহান আশুরার দিনটিকে ইবাদাত-বন্দেগি এবং ইসলাম প্রতিষ্ঠার রসদ হিসেবে গ্রহণ করার তাওফিক দান করুন। সঠিক উপায়ে ইসলামের অনুকরণ করার তওফিক দান করুন। আমিন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close