৩০শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১৫ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


সরাইলে ভিজিএফের চাউলসহ ট্রাক আটক : ১৯ দিনেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন ! মাষ্টাররোল জব্দ


Amaderbrahmanbaria.com : - ২৬.০৯.২০১৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গত ৭ সেপ্টেম্বর বিকালে সরাইলে পবিত্র ঈদ- উল-আযহা উপলক্ষ্যে দুঃস্থ অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের মধ্যে বিতরনের জন্য ভিজিএফ কর্মসূচির বিপুল পরিমান চাউল পাচারকালে একটি ট্রাকসহ আটক করেছে প্রশাসন। আটকের ১৯ং দিন পরও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনায় প্রশাসনের নিরবতা ও ক্ষমতাসীন দলের কিছু পাতি নেতার উদ্ব্যত্যপূর্ণ উক্তি সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তবে থানা বলছে আগামী ২/১ দিনের মধ্যে তদন্তের জন্য দূর্নীতি দমন কমিশনে প্রেরন করা হবে। উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর চুন্টা থেকে একটি ট্রাকে ( সিলেট-ড-১১-০৩২৩) ভিজিএফের চাল পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল বেপারী পাড়া ব্রিজে আটক করে স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন। আটকের পরই চালক ও হেলপার কাপতে থাকে। চাল কোথায় থেকে এসেছে? কোথায় যাবে হ-য-ব-র-ল ভাবে এসব তথ্য দেয় চালক। কিছুক্ষণ পর চালক ও হেলপার পালিয়ে যায়। চাল গুলো জব্দ করে ট্রাকসহ থানায় নিয়ে যায় পুলিশ। জব্দকৃত ৯৫টি বস্তায় চালের পরিমাণ সাড়ে ৪টন। ৮ সেপ্টেম্বর এ বিষয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশিত হয় একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায়। ওই দিনই চুন্টা ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণের মাষ্টার রোল জব্দ করেন পিআইও। ঘটনার পরই বিষয়টিকে ধামা চাপা দিতে দৌড়ঝাঁপ শুরু করেন কিছু পাতি নেতা। কিছু জনপ্রতিনিধি গনমাধ্যম কর্মীদের উপর ক্ষুদ্ধ হন। সেই সাথে দম্ভ করে বড় বড় বুলি আওড়াতে থাকেন জনৈক মন্ত্রীর অধস্তন কর্মচারী পরিচয়দানকারী কতিপয় নেতা। ঘটনার ১১ দিন পর গত ১৮ সেপ্টেম্বর নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জকে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লিখিত নির্দেশ দেন। এরপর পেরিয়ে গেছে আরো ১ সপ্তাহ। কোন ব্যবস্থা নেই। নেই কোন পদক্ষেপ। এ বিষয়ে প্রশাসনের কেমন যেন একটা গা ছাড়া ভাব। ইতিমধ্যে বিষয়টিকে ঘিরে সাধারন লোকজনের মধ্যে বইছে সমালোচনার ঝড়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা ময়নাল হোসেন বলেন, চাল গুলোর তো এখনো কিছু হয়নি। সরকারি মাল তো। আমি কাগজপত্র প্রস্তুত করেছি। স্যারের স্বাক্ষরের পরই বিষয়টি দুদকে স্থানান্তর করব। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, এমন নেক্কারজনক ঘটনার হোতা কে? তা জানা দরকার। উপজেলা প্রশাসন ও পুলিশ এ ঘটনায় কেমন যেন স্থিমিত হয়ে পড়েছে। দেশ ও জনগনের স্বার্থে সরকারের ভাবমূর্তী ঠিক রাখতে এ বিষয়ের প্রকৃত খোলস জন সমূখে উম্মোচিত হওয়া উচিত।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close