২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


ব্রণের সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

 

লাইফস্টাইল ডেস্ক :ব্রণের সমস্যায় ভুগছেন? বিভিন্ন বিউটি অ্যাপসে খুঁজছেন সমাধান? বাজার চলতি লোশন আর ক্রিমের দ্বারস্থ হয়েও বিশেষ কিছু লাভ হচ্ছে না? এবার কিছুদিন, এইসব কিছু ভুলে হাতেকলমে তুলে নিন চটজলদি সমস্যা সমাধানের উপায়৷

সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয়। ত্বকের উজ্জ্বলতা, সৌন্দর্য নষ্ট করতে ব্রণ অনেকাংশেই দায়ী। সুস্থ-সুন্দর ব্রণমুক্ত ত্বক দেখতে কার না ভালো লাগে? তাই ঘরে বসেই ব্রণ দূর করতে রইল কিছু পরামর্শ।

* টুথপেস্ট
সকালে ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু করে দিন অ্যাকশন৷ সাদা টুথপেস্ট নিয়ে ব্রণের ওপর লাগান৷ ঘণ্টাখানেক পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ শুধু সকালেই নয়, রাতে ঘুমোতে যাওয়ার আগেও আরও একবার করতে পারেন এটি৷

* আদা
রান্নার অনেক পদেই আলাদা মাত্রা এনে দেয় আদা৷ এবার সেই আদাকেই হাতিয়ার করে নিন আপনার এই ব্রণের সমস্যায়৷ একটুকরো আদা নিয়ে আলতো করে বুলিয়ে নিন ব্রণের ওপর৷ পাঁচ মিনিট পর ধুয়ে নিন হালকা গরম পানিতে৷ এইভাবে দিনে বেশ কয়েকবার করতে থাকুন। সঙ্গে অল্প পরিমাণ কাঁচা আদা খেলেও উপকার পাবেন হাতে নাতে৷

* পাতিলেবু
আপনার সমস্যার সমাধানে হাজির পাতিলেবুও৷ যার মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি৷ এক টুকরো তুলো নিয়ে তা ভিজিয়ে ফেলুন পাতিলেবুর রসে, আর তা আলতো করে লাগান ক্ষতিগ্রস্ত এলাকায়৷ কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন৷
* বরফ
ব্রণের সমস্যা দূর করতে হাতে তুলে নিন এক টুকরো বরফ৷ এই বরফ আপনার ত্বকের অতিরিক্ত ময়লা এবং তেলকে করবে দূর৷ সাহায্য করবে রক্ত সঞ্চালনেও৷

* পানি
আর যেটুকু বাকি থেকে গেল তা পূরণ করতে প্রচুর পরিমাণে পানি পান করুন৷ তবে তা যেন মাত্রা ছাড়িয়ে না যায়৷





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close