২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » গোপন স্থান থেকে বৈরাগীর ভিডিও, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ


গোপন স্থান থেকে বৈরাগীর ভিডিও, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

গত ৪১ দিন নিখোঁজ থাকার পর অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিওবার্তা পাঠান অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। সেই ভিডিওবার্তায় বৈরাগী জানান, তিনি সুস্থ ও নিরাপদ স্থানে আছেন। তাঁর নিখোঁজ হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা। স্ত্রী রাজিয়া হাসান এই মিথ্যা খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করেছেন বলে দাবি করেন বৈরাগী। তিনি বার্তায় জানান, আসলে স্বেচ্ছাতেই আত্মগোপন করেছিলেন তিনি।

ভিডিওবার্তায় ফখরুল হাসান বৈরাগী বলেন, ‘আমি ফখরুল হাসান বৈরাগী। আজ ১৭ সেপ্টেম্বর-২০১৬ ইংরেজি তারিখে সন্ধ্যার দিকে কিছু গণমাধ্যমে আমার নিখোঁজ হওয়ার একটি খবর দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। এ প্রসঙ্গে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমার সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আমার শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলতে চাই যে, আমার স্ত্রী পরিচয়দানকারী স্ত্রী রাজিয়া হাসান যে বক্তব্য দিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি চক্রান্তের অংশবিশেষ। আমি বর্তমানে সুস্থ, স্বাভাবিক এবং নিরাপদ স্থানে আছি। তবে আমার প্রাণরক্ষার স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে আমি আমার বর্তমান অবস্থান গোপন রাখছি। এ জন্য আমি দুঃখিত। আমি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেহেতু বলতে চাই যে এখন হতে ভবিষ্যতে ওই রাজিয়া হাসানের সঙ্গে আমি কোনোরকম যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখতে চাই না এবং আমি আশা করি, এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি পাব। আর একটি কথা, আমার অসুস্থ মা, আমার ভাই-বোন সকলকে নিয়ে আমার সঙ্গে যে বিরোধের কথা রাজিয়া হাসান উল্লেখ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। আমি সকলের কাছে দোয়া চাই, আমি যত দিন বেঁচে আছি বা বেঁচে থাকব তত দিন যেন আমি সুস্থভাবে, সুন্দরভাবে নিরাপদে ও শান্তিতে বাঁচতে পারি। এই দোয়া সকলে আপনারা  করবেন। আল্লাহ হাফেজ।’

এদিকে, গত ৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিলেন বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান। সে সময় রাজিয়া দাবি করেছিলেন, পারিবারিক কারণে ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ হন। তবে ভিডিওবার্তায় এসব কথাকে মিথ্যা বলে দাবি করেন বৈরাগী।

এনটিভি

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close