মাদারীপুর প্রতিনিধি: বাংলার মাটিতে জঙ্গি দমনে বিদেশিদের সহযোগিতা লাগে না, আমরাই পারি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বুধবার বিকেলে মাদারীপুরে চরমুগরিয়ায় কুমার নদের উপরে মাদারীপুর-হাউসদী-শ্রীনদী হাট জিসি সড়কে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহবানে জনগন জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে এবং জনগন পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করছে বলেই আজকে সারা দেশেই আইন শৃংখলা বাহিনী জঙ্গি দমন করতে পারছে। জনগণ ঐক্যবদ্ধ থাকায় জঙ্গি দমনে আমাদের আর বিদেশিদের লাগবে না, আমরাই জঙ্গি দমন করতে পারি।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন প্রমুখ।
মাদারীপুর সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, ‘কুমার নদের উপরে এই সেতুটি বৃহত্তর ফরিদপুর উন্নয়ন প্রকল্পের অধীনে ৯৯ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণ হলে, এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।’
সেতুটির ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে চরমুগরিয়া ডিগ্রি কলেজ মাঠে এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।