১৮ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, রবিবার ৩রা আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী সাদা-কালো ছবি জিতল পুরস্কার


ঢালিউড তারকাদের কোরবানির দিন


Amaderbrahmanbaria.com : - ১৩.০৯.২০১৬

বিনোদন ডেস্ক : সারা বছর শুটিং-ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে কোরবানি নিয়ে ব্যস্ততা চলছে ঢালিউডের তারকাদের। এরই মধ্যে অনেকে দেশের বাড়িতে চলে গেছেন, কোরবানির জন্য কেনাকাটাও শেষ। কোরবানির ঈদটা কেমন কাটবে, সে বিষয়ে অনেকেই জানিয়েছেন এনটিভি অনলাইনকে।

নায়ক ওমর সানি বলেন, ‘ঈদের দিনটা সাধারণত বাসাতেই কেটে যায়। মৌসুমি আর মেয়েকে নিয়েই আমার ঈদ। সারা দিন বাসায় অনেক গেস্ট আসবে। তাদের সময় দিতে দিতেই আসলে দিনটা পার হয়ে যাবে। প্রতিবছরই তাই হয়।’

নায়িকা পরী মণি বলেন, ‘আমি প্রতিবছরই কোরবানির ঈদ নানুবাড়িতে করি। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত নিলাম, ঈদের দিন এফডিসিতে গরু কোরবানি দেব। আমি সারা বছরই কোনো না কোনো ছবির কাজে চলচ্চিত্রের মানুষের সঙ্গে সময় কাটাই। এখন যেহেতু চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, তাই অনেক শিল্পী কলাকুশলীর কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করব।’

নায়ক সাইমন বলেন, ‘আমি গতকালই কোরবানির জন্য গরু কিনেছি। ঈদটা সাধারণত গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করতে চাই। এখানেই আমার জীবনের অনেকটা সময় কেটেছে। এখানের মানুষের সঙ্গে হৃদয়ের একটা বন্ধন আছে। তাদের সঙ্গে ঈদের খুশিটা ভাগাভাগি করতে চাই। চার বছর ধরে আমি নিজে কোরবানি দিয়ে থাকি। সবাইকে নিয়ে কোরবানি দিয়ে মাংস ভাগাভাগি করে খেতে আমার অনেক ভালো লাগে। সেটাই করার চেষ্টা করি।’

নায়িকা ববি বলেন, ‘ঈদটা সাধারণত ঢাকাতেই করা হয়। এবারও তাই করছি। এরই মধ্যে গরু ও খাসি দুটোই কেনা হয়েছে। এখন টুকটাক শপিং করছি। দুই বছর ধরে আমি নিজের টাকায় কোরবানি দিচ্ছি। আসলে বাবা তো টাকা নিতে চায় না, এরপরও তার সঙ্গে কিছুটা শেয়ার করি। এটা আসলে নিজের তৃপ্তি থেকে করি। কিন্তু ঈদে আমার সব চেয়ে বেশি ভালো লাগে প্রতি ঈদের এক সপ্তাহ আগে থেকে আমার সব কাপড় বের করে রাখি এবং রাস্তায় নেমে নিজের হাতে কাপড়গুলো বিতরণ করি। যাদের মাঝে কাপড় বিলি করি তাদের হাসিতে আমার মন জুড়িয়ে যায়। মনে হয় জীবনটা বোধ হয় পূর্ণ হলো। ঈদের দিন সারা দিন বাসায় থাকব। আশপাশের সবাই বাসায় আসবে। তাদের আপ্যায়ন করব। আবার কিছু গরিব মানুষ আসে মাংস নিতে, তাদের নিজের তাতে মাংস বিতরণ করব। কোরবানির ঈদে এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ দেয়।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close