চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৩, ২০১৬
---
নিউজ ডেস্ক : সকাল থেকে বৃষ্টি ও পশু জবাইয়ে ব্যস্ত থাকায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বিকেল ৩টার পর থেকে দর্শনার্থী বাড়তে থাকে।
চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা অর্ধেকেরও কম।
খোঁজ নিয়ে জানা গেছে, আগত দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। প্রথমে চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তাকর্মী, তারপর আনসার ও সর্বশেষ পুলিশ ও র্যা বের প্রহরায় দর্শনার্থী ভেতরে প্রবেশ করানো হয়। এছাড়াও সোমবার থেকে এপিবিএন সদস্যদেরকেও অর্ন্তভুক্ত করা হয়েছে।