নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় উদ্ধার হওয়া সন্দেহভাজন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে একটি টিম রোববার বিকাল পৌনে ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত করেন।
ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ জানান, তার গলার বামপাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ডান হাতে স্প্লিন্টারের আঘাত আছে। আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তার চুলসহ অন্যান্য উপকরণ সংগ্রহ করা হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্যে তার রক্ত সংগ্রহ করা হয়েছে।
ডা. সোহেল মাহমুদ আরও জানান, সে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কি-না তা ভিসেরা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
এদিকে এখনও এ সন্দেহভাজন জঙ্গির নাম পরিচয় নিয়ে সংশয় রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার নাম করিম ওরফে শমসেদ ওরফে শমসের বলা হয়েছে।