স্পোর্টস ডেস্ক: কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে সেখানে গিয়েই ইনজুরিতে পড়েন তিনি।
শেষ পর্যন্ত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অস্ত্রোপচারের পর দীর্ঘদিনের জন্য মাঠের বাইরেই তার অবস্থান।
ইংল্যান্ডের সব কাজ শেষ করে গত ২২ আগস্ট সকালে ঢাকায় পা রাখেন মুস্তাফিজ।
এসে ঢাকায় কয়েকদিন বিশ্রামের পর সাতক্ষীরার গ্রামের বাড়িতে ফিরেন তিনি।
মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমান পল্টু যুগান্তরকে জানান, ভালোভাবেই বাড়িতে ফিরেছেন মুস্তাফিজ। তবে তিনি বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছেন না।
এদিকে সব কিছু ঠিক থাকলে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন কাটার মাস্টার- এমনটাই জানিয়েছেন তার অস্ত্রোপচারকারী চিকিৎসক ও বিসিবির ফিজিওরা।
ইতিমধ্যে চিকিৎসক ওয়ালেসের দেখিয়ে দেয়া হালকা ব্যায়ামগুলো শুরু করেছেন এই বিস্ময় পেসার। কিছুদিনের মধ্যেই শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
ক্যারিয়ারে এ নিয়ে দু’বার ইংল্যান্ডে গিয়েছেন মুস্তাফিজ। দু’বারই ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছে তাকে। এবারের সাসেক্সের মিশনের আগে ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন মুস্তাফিজ।