আন্তর্জাতিক ডেস্ক :সউদি নাগরিক বা প্রবাসী – যে কেউই প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ্ব করলে কঠোর শাস্তির কথা ঘোষণা করেছে সউদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, কোনো প্রবাসীকে তাসরিহ (বৈধ অনুমতি) ছাড়া হজ্ব করতে দেখা গেলে তাকে সউদি আরব থেকে বের করে দেয়া এবং আগামী ১০ বছর পর্যন্ত তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এর বাইরে তার জেল-জরিমানাও হতে পারে।
সউদিদের বেলায় বিনা অনুমতিতে হজ্ব করার শাস্তি হবে জেল অথবা জরিমানা কিংবা দু’টোই।
অনুমতিহীন হজ্বকারীদের কারণে প্রকৃত হজ্বযাত্রীদের সেবা প্রদান বিঘ্নিত হওয়ায় সউদি সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে সরকার জেদ্দা ও অন্যান্য নগরীতে বিলবোর্ড স্থাপন করেছে, যাতে লেখা : নো পারমিট, নো হজ্ব।
সরকারের এই অবস্থানকে প্রবাসীগোষ্ঠীর নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও প্রবীণ নাগরিকরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সউদি সরকার ঠিক কাজটি করছেন। সবারই উচিত, আইন মেলে চলা।