নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যেগে শুক্রবার(২৬/৮)‘এসো হারিয়ে যাই’ শ্লোগানে এক মনোরম নৌ-বিহারের ভ্রমন অনুষ্ঠিত হয়। সেই নৌ-বিহারের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনূর রশিদ প্রধান অতিথি হিসাবে যোগদেন। সকালে নৌকা ঘাট থেকে সাংবাদিকদের এ নৌ-বহরটি দুপুরে আখাউড়ার খড়মপুর মাজার ঘাটে এসে পৌঁছে। মাজার শরিফ মসজিদে জুম্মার নামাজ আদায় ও মাজার জিয়ারত শেষে নৌ-বিহারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি নবীরগরের কৃতি সন্তান কাজী মামুনর রশিদ সাংবাদিকদের নিয়ে বিদেশ ভ্রমনের ঘোষনা দেন। প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু ,আসাদুজ্জামান কল্লোল, বিশ্বজিৎ পাল বাবু, মো. শাহাদাৎ হোসেন,প্রেসক্লাব সহ সভাপতি জালাল উদ্দিন মনির। প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী, মো. নাসির উদ্দিন, সাদেকুল ইসলাম সাচ্চু, দুলাল ঘোষ, প্রমূখ। পরে ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এতে প্রথম পুরস্কার পেয়েছেন সোহরাব হোসেন জুয়েল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন খ.ম.হযরত আলী, তৃতীয় পুরস্কার পেয়েছেন গৌরাঙ্গ দেব নাথ অপু।