২রা সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১৮ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে-মোকতাদির চৌধুরী


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জনসচেতনতা মতবিনিময় সভা


Amaderbrahmanbaria.com : - ২৫.০৮.২০১৬

 

গত ২৪ আগস্ট ২০১৬ তারিখ সময় ১১ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকা পর্যন্ত সরাইল রিজিয়নের নির্দেশনায়, কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর ব্যবস্থাপনায় কসবা পৌর ঈদগাহ মাঠে মাদকদ্রব্য চোরাচালান ও মানব পাচার নিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ্ আলী, ইঞ্জিনিয়ার্স এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রিজিয়ন, সরাইল এর ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কসবা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি, কলেজের প্রিন্সিপালবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষকগণ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান ও মানব পাচাব রোধ সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বিজিবি সাধারন জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে মাদক চোরাচালান প্রতিহত করতে হবে এবং এ নিয়ে তিনি সকলের সহায়তা কামনা করেন। এছাড়া সভাপতি সকলকে জানান যে, “মাদক একটি ভয়াবহ সমস্যা। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের পাশাপাশি সমাজের ক্ষতি করছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবণতা সবচেয়ে বেশি। তবে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি মাদক চোরাচালানসহ সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সর্বদা নিয়োজিত রয়েছে”। সভায় উপস্থিত সকলেই মাদক দ্রব্য চোরাচালান ও মানব পাচার রোধে বিজিবি সরাইল কর্তৃক গৃহিত কার্যক্রমের প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের মত বিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে বলে মত ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close