g জাতীয় শোক দিবসে : সরাইল আ’লীগের দু’গ্রুপ ও জাপা এক মঞ্চে, র‌্যালিতে আহত ৩ শিক্ষিকা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০১৭ ইং ১৮ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসে : সরাইল আ’লীগের দু’গ্রুপ ও জাপা এক মঞ্চে, র‌্যালিতে আহত ৩ শিক্ষিকা

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৫, ২০১৬

---

মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামীলীগের দুই গ্রুপ ও জাতীয় পার্টি এক মঞ্চে বসেছে। ২০১২ সালের ২১ অক্টোবরের পর এমন চিত্র এই প্রথম। উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে কিছু লোকের অংশ গ্রহনে ইউএনও’র উপর ক্ষুদ্ধ হন আ’লীগের যুগ্ম আহবায়ক-১ শিউলী আজাদ। এমপি’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই র‌্যালিতে আহত হয়েছেন ৩ শিক্ষিকা। দুপুরে আ’লীগের দুই গ্রুপ দু’জায়গায় কাঙ্গালী ভোজের আয়োজন করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ১০টায় ইউএনও’র তত্বাবধানে শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে শোক র‌্যালিতে আ’লীগের সাবেক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর সহ আ’লীগের এক গ্রুপের কয়েকজন অংশ গ্রহন করে। এতে প্রতিবাদ মুখর হয়ে ইউএনও’র উপর ক্ষুদ্ধ হন আ’লীগের যুগ্ম আহবায়ক-১ শিউলী আজাদ। চলে বাক-বিতন্ডা। পরে এমপি’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। র‌্যালি শুরু হয়ে ডাকবাংলোর কাছে আসলে গাছের ডাল ভেঙ্গে পড়ে উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শম্পা রাণী সাহা (৩২), হোসনে আরা বেগম (৪২) ও নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আইরিন সুলতানা পাপিয়া (২৩)। আহতরা সরাইল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভার দৃশ্যপট ছিল অন্যরকম। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আ’লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ খুনের দীর্ঘ সাড়ে তিন বছর পর এক মঞ্চে বসলেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, রফিক উদ্দিন ঠাকুর ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার। এ ছাড়া সমাজ কল্যাণ কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা । বক্তব্য রাখেন- আ’লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ, সদস্য মোঃ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট জয়নাল উদ্দিন, আ’লীগ প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ, যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, আ’লীগ নেতা ইকবাল হোসেন, জাপা নেতা জিয়াউর রহমান লাভলু ও সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সেলু। প্রধান অতিথি বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের নয়, সমগ্র বাঙ্গালী জাতীর পিতা ও নেতা। আওয়ামীলীগকে এ সত্যটি মানতে হবে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের পর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ কাজী মোঃ ফারুকের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বাদ যোহর শিউলী আজাদ ও আবদুর রাশেদের নেতৃত্বে আ’লীগের আহবায়ক কমিটি সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে আরেক গ্রুপ কাঙ্গালী ভোজের আয়োজন করেন। এ ছাড়া উপজেলার সকল শিক্ষার্থীদের অংশ গ্রহনে হামদ নাত কবিতা রচনা প্রতিযোগীতা ও সকল মসজিদে বাদ যোহর দোয়া করা হয়। মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয়।

এ জাতীয় আরও খবর