হিথ্রো বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে আইএস
---
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির সমর্থিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।এমন সময় এ হামলার হুমকি দেয়া হল, যখন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে। ওই টুইটার বার্তায় বলা হয়, হিথ্রো থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালানো হবে। এছাড়া সতর্ক করে দিয়ে বলা হয়, হিথ্রো ও লস অ্যাঞ্জেলস অথবা জন এফ. কেনেডি বিমানবন্দরে বোমা পুতে রাখা হবে।
ব্রিটিশ পরিবহনমন্ত্রী লর্ড আহমাদ বলেছেন, ‘‘বৈশ্বিক সন্ত্রাসী হুমকির বিষয়ে আমাদের নজরদারি বাড়াতে হবে। ব্রিটেনে আমরা যাত্রীবাহী বিমানের নিরাপত্তা বারবার পর্যালোচনা করছি এবং ঝুঁকি মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করছি।’’টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোয়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।প্রসঙ্গত, গত সপ্তাহে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আইএস জড়িত বলে দাবি করেছে তুর্কী সরকার।