২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু
---
নিউজ ডেস্ক : শুরু হলো দশম জাতীয় সংসদের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন। এটি এই সংসদের একাদশ অধিবেশন এবং তৃতীয় বাজেট পেশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেটের দর্শন হচ্ছে- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।
অধিবেশনের আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়। দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট উপলক্ষে সংসদের দ্বিতীয় তলায় দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর আড়াইটার পর। প্রত্যেক বাজেট পেশ করার আগে বিশেষ এ বৈঠক হয়ে থাকে।