চুলের অকাল পক্বতা রোধের দুই উপায়
---
নিউজ ডেস্ক : বয়স বাড়লে চুল পাকবে-এটাই স্বাভাবিক। তবে অনেকেরই বয়স বাড়ার আগেই চুল পেকে যায় বা পাকতে শুরু করে। আর চুলের এই অকাল পক্বতা বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্টে জানানো হয়েছে চুলের অকাল পক্বতা রোধের দুটো ঘরোয়া উপায়ের কথা।
তবে এই পদ্ধতিগুলো মেনে চলার পাশাপাশি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে হবে। খেতে হবে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। যেমন : আয়রন, কপার, ভিটামিন বি। এগুলোর অভাবে চুল সাদা হয়।
লেবুর রস ও নারকেল তেল
নারকেল তেল বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। চুলের অকালপক্বতা রোধে এটি বেশ উপকারী। এটি চুলকে আর্দ্র রাখতে কাজ করে। এটি সংক্রমণ প্রতিরোধও করে। দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করলে এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুল সাদা হওয়া প্রতিরোধ করে।
প্রণালি
তিন টেবিল চামচ লেবুর রস নারকেল তেলের সাথে মেশান। আপনার চুলে যতটুকু তেল লাগবে, ততোটুকু তেল নিন।মিশ্রণটি দিয়ে চুলে ঘষুণ। এক ঘণ্টা এভাবে রেখে দিন। এরপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এটি করুন।
হেনা
আপনি হয়তো হেনার কথা শুনেছেন। হেনা চুল কালো করতে কাজ করে। এটি চুলের অকাল পক্বতা রোধেও কাজ করে।
উপাদান
হেনা পাতার গুঁড়ো
কফি গুঁড়ো
আমলকির গুঁড়ো
দই
প্রণালি
সব উপদান একসাথে মিশিয়ে ভারী পেস্ট তৈরি করে চুলে লাগান। এরপর শুকাতে দিন। দুই থেকে চার সপ্তাহ পর পর এটি করুন।