আড়াই মিনিট দম বন্ধ রাখতে হবে পরীকে!
---
বিনোদন ডেস্ক : অভিনয়ের জন্য একজন শিল্পীকে কি না করতে হয়! শীতের মধ্যে ঠান্ডা পানিতে সাঁতার কাটতে হয়, অসহ্য গরমের মধ্যে কখনো আবার গায়ে জড়াতে হয় গরম কাপড়! গল্পের প্রয়োজনে বিমান চালাতে হয়, লাফও দিতে হয় বহুতল ভবন থেকে। সব কাজ তো আর ডামি দিয়ে করানো যায় না। তাই এসব ঝুঁকিপূর্ণ কাজ করতে অভিনয়শিল্পীদের নিতে হয় বিশেষ প্রশিক্ষণ। পরী মণিও বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন ভারতের চেন্নাই থেকে আসা এক প্রশিক্ষকের কাছে। এমনটাই জানালেন পরিচালক মালেক আফসারী। ‘রক্ত’ ছবিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে পরী বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানান ছবির পরিচালক।
কেন প্রশিক্ষণ নিচ্ছেন পরী? কারণ, এই ছবিতে উঁচু ভবন থেকে লাফ দিতে হবে, পিচঢালা পথে স্কেটিং করতে হবে এবং পানির নিচে আড়াই মিনিট থেকে লড়াইও করতে হবে শত্রুপক্ষের সঙ্গে। আর এই পানির নিচে থাকতে গেলে পরীকে আড়াই মিনিট দম বন্ধ রাখার কৌশল রপ্ত করতে হবে। এসব কৌশলই তিনি শিখছেন দুদিন ধরে, চলবে আরো কয়েক সপ্তাহ।
এ বিষয়ে পরিচালক মালেক আফসারী এনটিভি অনলাইনকে বলেন, ‘রক্ত ছবিতে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় পরী ভিলেনের পেছনে ধাওয়া করবে স্কেটিং করে। তাই দুদিন থেকে স্কেটিংয়ের ট্রেনিং নিচ্ছে পরীর। এই ছবিতে এমন কিছু ভয়াবহ দৃশ্য দেখা যাবে, যা বাংলা সিনেমায় আগে দেখা যায়নি। শুধু ধাওয়া করা নয়, স্কেটিং করেই ফাইট করবে পরী। আমাদের এই ছবির ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করবেন থাইল্যান্ডের ফাইট মাস্টার জাইকা। তিনি সাধারণত কোনো ডামি ব্যবহার করেন না, যে কারণে পরীকে আরো বেশি প্রশিক্ষণ নিতে হচ্ছে।’
‘উঁচু ভবন থেকে পরীকে লাফ দিতে হবে। এর জন্যও তার প্রশিক্ষণ লাগছে। কারণ, সে অভিনয় অনেক ভালো করে; কিন্তু বহুতলা ভবন থেকে লাফ দিতে গেলে সাহস লাগে। যেটা তার আছে, কিন্তু অভ্যাসটাও লাগবে। কারণ অনেক ওপরে দাঁড়ালে এক ধরনের আতঙ্ক কাজ করে, যেটা মানুষের চোখে-মুখে ফুটে ওঠে। কিন্তু ছবির দৃশ্যায়নের সময় সেই আতঙ্ক ক্যামেরায় ধরা পড়লে সেটা ভালো লাগবে না। বহুতল ভবন থেকে লাফ দেওয়ার সময় আমাদের অনেক টেকনিক্যাল সাপোর্ট থাকে, যার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে পরী। সে এর আগে যত ছবিতে অভিনয় করেছে, সেখানে এই মাত্রার ফাইট ছিল না। এবার তাই বেশি কষ্ট করতে হচ্ছে।’ এমনটাই জানালেন পরিচালক।
এ ছাড়া আড়াই মিনিট পানির নিচে থাকতে হবে নায়িকা পরী মণিকে। পরিচালক বলেন, ‘সমুদ্রের নিচে আমাদের একটা ফাইটিং দৃশ্য আছে, সেটা পানির নিচেই শুট করতে হবে। পানির নিচে শুধু থাকলে হবে না, সেখানে ফাইট করতে হবে ভারী অস্ত্র নিয়ে। আমরা সবাই জানি, পানির নিচে হাত-পা নাড়াচাড়া করাই অনেক কঠিন। তার ওপর ফাইট করা। এরই মধ্যে আমরা প্রশিক্ষণ শুরু করেছি। পরী সাধারণত এক মিনিট, সোয়া এক মিনিট দম বন্ধ করে রাখতে পারে। এই দুদিন প্রশিক্ষণে কিছুটা সময় বেড়েছে। আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরী পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। চেন্নাই থেকে একজন প্রশিক্ষক এসেছেন। তিনি দিন-রাত প্রশিক্ষণ দিচ্ছেন।’
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিটির কথা। মালেক আফসারী পরিচালিত এই ছবির নায়িকা কে হবেন, সেটা নিয়েও ধোঁয়াশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, ছবির নায়িকা হচ্ছেন পরী মণি। মহরত অনুষ্ঠানে পরীর নাম ঘোষণার পরপরই ছবিটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।