রক্ত পড়া কি বন্ধ হচ্ছে না?
---
স্বাস্থ্য ডেস্ক : রক্তের অনেক রোগের মধ্যে হিমোফিলিয়া সবচেয়ে বেশি হয়। এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। পৃথিবীতে প্রতি হাজারে একজন লোক রক্তক্ষরণজনিত রোগে ভুগছে। রক্ত জমাটবাঁধার জন্য শরীরে বিশেষ কিছু উপাদান দরকার, এদের বলে CLOTING FACTOR, জন্মগতভাবে এই ফ্যাক্টরগুলোর অভাব হলে হিমোফিলিয়া হয়। এটি প্রধানত ছেলেদেরই রোগ। মেয়েরা বাহক।
এই রোগের লক্ষণ
• অল্প আঘাতে রক্ত পড়া।
• দাঁত পড়লে বা খতনা করলে রক্ত বন্ধ না হওয়া।
• অনেক দিন ধরে মাসিক হওয়া।
• চামড়ার নিচে রক্ত জমে লাল বা কালো হয়ে যাওয়া।
• রক্ত জমে হাঁটু বা গিরা ফুলে যাওয়া।
• মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
প্রতিরোধ ও চিকিৎসা
• ফ্যাক্টর দিয়ে এই রোগের চিকিৎসা করতে হয়। এটি ব্যয়বহুল। তাই এই রোগ প্রতিরোধ করাই উত্তম।
প্রতিরোধের উপায়
• মামা, নানা বা কারো এই রোগ থাকলে পরীক্ষার ব্যবস্থা করা।
• খতনা, নাক ফোঁড়ানো এসব সাধারণ ব্যাপারেও রক্তের জমাট বাঁধার সমস্যা আছে কি না সেটি দেখা। তাই খতনা করানোর আগে চিকিৎসক কিছু টেস্ট করতে দিলে অহেতুক টেস্ট দিচ্ছে বলে বিরক্ত হবেন না।
• সামান্য আঘাতেও অনেক রক্তক্ষরণ হলে বা চামড়া কালো হয়ে গেলে দ্রুত চিকিৎসক দেখান।
• যাঁদের এই রোগ আছে, তাঁরা বাইরের খেলাধুলা সাবধানে করবেন।
• সব সময় তাঁদের হিমোফিলিয়া কার্ড রাখতে হবে। পকেটে এই কার্ড সব সময় সঙ্গে রাখতে হবে, কোনো দুর্ঘটনায় পড়লে যেন অন্যরা বুঝতে পারে আপনার এই রোগ আছে।
•এই রোগ হলে যে কোনো টিকা বা মাংসে ইনজেকশন দেওয়ার আগে সাবধান হতে হবে, অপারেশন করার আগেও হতে হবে সাবধান।
এই রোগ নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন এমন অনেক দৃষ্টান্ত আছে। তাই দুশ্চিন্তা না করে সামান্য কিছু নিয়ম মানলেই এই রোগে ভালো থাকতে পারবেন আজীবন।