মঙ্গলবার, ১৩ই মার্চ, ২০১৮ ইং ২৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে প্রচণ্ড তাপদাহে ৩০ জনের মৃত্যু

5আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রচণ্ড তাপদাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির উড়িষ্যা প্রদেশে এ ঘটনা ঘটেছে। প্রদেশটিতে বেশ কিছু এলাকায় ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এদিকে এনডিটিভির অনলাইনে বলা হয়েছে, প্রদেশের বোলানগির জেলার তিতলাগর এলাকার তাপমাত্রা সবচেয়ে বেশি (৪৫ ডিগ্রি) ছিল।

প্রদেশের ১৮টি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে রেকর্ড করা হয়েছে। এছাড়া ভাওয়ানি পাটনায় ৪৩ দশমিক ৫, মালকানগিরিতে ৪৩ দশমিক ৪ এবং বোলানগিরে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রী।

গরমের কারণে খুরদা জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুত্তাক জেলায় চারজন, অঙ্গুলে তিনজন এবং বালাসোর, গানজাম. কেউনঝার ও নয়াগরে দু’জন করে, রায়াগাদা, নুপাদা, মায়ুরভাঞ্জ, ঝারসুগুডা, জয়পুর, জগতসিংপুর, ধেনকানাল, ভাদরকি এবং বোলানগিরে এক জন করে মারা গেছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ত্রিভুবনে যত ভয়ংকর বিমান দুর্ঘটনা

দমকলকর্মীরা আরেকটু আগে এলে অনেক বেশি মানুষকে বাঁচানো যেত

ওরা ১৩ জন ঘরে ফেরেনি

কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ!

নির্বাচনের আগেই ঢাকা আসছেন মোদি

বিধানসভা ঘেরাও: পাঁচ দিন হেঁটে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক!