দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ
নিউজ ডেস্ক : বকেয়া মজুরি-ভাতাসহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য খুলনা অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো সড়ক-রেলপথ অবরোধ করে রেখেছেন।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। অবরোধের কারণে এরই মধ্যে ঢাকাগামী ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। একইভাবে রাস্তার দুই পাশে দূরপাল্লার বাসসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়েছে।
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি প্রদান, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে লাগাতার কর্মসূচি দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার কর্মবিরতি পালন করেন মিলগুলোর শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে সাত দিন আট ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।