রবিবার, ১১ই জুন, ২০১৭ ইং ২৮শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়াকে এক বছরের মধ্যে বাল্য বিয়ে মুক্ত করার ঘোষণা

AmaderBrahmanbaria.COM
মার্চ ৭, ২০১৬

---

বাল্য-বিয়েব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সোমবার আখাউড়ায় ‘নারী ও শিশুর উন্নয়ন যোগাযোগ শীর্ষক’ এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় আখাউড়াকে এক বছরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আহ্সান হাবিব।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালায় ইউএনও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান, কাউন্সিলর মো. বাবুল মিয়া, কাজী কেয়ায়েত উল্লাহ মাহমুদী, সাংবাদিক কাজী হান্নান খাদেম, সমীর চক্রবর্তী, মো. জিয়াউল ইসলাম, দেবশ্রী পাল প্রমুখ।
ইউএনও জানান, আখাউড়াকে বাল্য বিয়ে মুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে। বাল্য বিয়ে রোধে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে। একটি নির্ধারিত ফোন নম্বর থাকবে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।

এ জাতীয় আরও খবর