g সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে সিরিয়ার চলমান যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টার অভিযোগ এনেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।গত শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চলমান যুদ্ধবিরতি নস্যাতের বিষয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ‘প্ল্যান বি’ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে যুদ্ধবিরতি নস্যাতের পরিষ্কার ইঙ্গিত রয়েছে।

6d03aa62e106e88f7975bbf44acf9cfa-Russian-attacks-in-Syria-02

 

আদেল আল-জুবায়েরের এ মন্তব্য মূলত সিরিয়া নিয়ে সৌদি সরকারের মনের ভেতরে লুকিয়ে থাকা চিন্তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে এ বিবৃতিতে।বিবৃতিতে বলা হয়, সৌদি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য থেকে সিরিয়া বিষয়ে দেশটির ধ্বংসাত্মক ভূমিকা পরিষ্কার হয়ে উঠেছে। সিরিয়ার বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক পর্যুদস্ত হওয়ার পর হতাশ হয়ে পড়া সন্ত্রাসীদের চাঙ্গা করে তোলার জন্য সৌদি মন্ত্রী এমন মন্তব্য করেছেন।

 

 

এর আগে রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সিরিয়া ও রাশিয়া যদি আন্তরিক না হয় তাহলে রিয়াদ বিকল্প পরিকল্পনা বিবেচনা করবে। সৌদি মন্ত্রীর বক্তব্যের পর রাশিয়া বলেছে, ‘প্ল্যান বি’র কোনও প্রশ্নই ওঠে না।

এ জাতীয় আরও খবর