g দল থেকে মাহাথির মোহাম্মদের পদত্যাগ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

দল থেকে মাহাথির মোহাম্মদের পদত্যাগ

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

1456754008আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ইউনাইটেড মালয়িজ ন্যাশনাল অর্গানাইজেশন সমর্থিত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ। সোমবার সকালে তিনি পুত্রজায়া থেকে পদত্যাগের এ ঘোষণা দেন।
মাহাথির মোহাম্মাদ বলেছেন, কীভাবে নাজিবকে ক্ষমতায় রাখা যায় সেটাকেই প্রাধান্য দেয়া হচ্ছে দলের পক্ষ থেকে। যে লক্ষ্য নিয়ে ১৯৪৬ সালে এ দল প্রতিষ্ঠিত হয়েছিল, এখন আর সে নীতিতে বিশ্বাসী নয় তারা। দলটি এখন অন্যায়কে রক্ষার জন্য তৎপরতা চালাচ্ছে।
এবার নিয়ে দল থেকে দ্বিতীয় বারের মতো পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির ইতিহাসে সফলতম এই রাষ্ট্রনায়ক। এর আগে ২০০৮ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী আহমদ বাদাভির প্রতি অসন্তুষ্ট হয়ে প্রথমবার পদত্যাগের ঘোষণা দেন।
নাজিব রাজাকের দুর্নীতির বিষয়ে মাহাথির বলেন, দুর্নীতিকে সমর্থনকারী দলের সদস্য হিসেবে অস্বস্তি বোধ করছি আমি। নাজিবের মতোই দলটিও মনে করছে অর্থই হচ্ছে রাজা। তাই আমি নাজিবের দল ছেড়ে যাচ্ছি; দলের সঙ্গে আমি আর নেই।
নাজিব রাজাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন মাহাথির।
সম্প্রতি সৌদি আরবের কাছ থেকে নাজিব রাজাক অনুদান বা উপহার হিসেবে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনার জেরে কয়েকদিন আগে মাহাথির মোহাম্মাদের ছেলে রাজ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর