g ‘কাউন্সিলের মাঠ দখল করে নিতাম বিরোধী দলে থাকলে ’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘কাউন্সিলের মাঠ দখল করে নিতাম বিরোধী দলে থাকলে ’

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

 

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমআওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনের মাঠে ব্যর্থ হয়েছে। তারা আম-ছালা সব হারিয়ে এখন কাউন্সিল অনুষ্ঠানের জন্য মাঠ চাইছে। কাউন্সিলের জন্য মাঠ চাইতে হবে কেনও? আমরা বিরোধী দলে থাকলে মাঠ চাইতে যেতাম না, দখল করে নিতাম। এ শক্তি ও সাহস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ চাইলে এটা পারে।

884938d359a3364ba234b20cc2f64c1f-nasim
রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের দল, তারা বুলেটকে ভয় পায় না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই হবে। এই সংসদে দাঁড়িয়ে বলে গেলাম, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত সেই নির্বাচনে খালেদা জিয়া অংশও নেবেন। খালেদা জিয়ার দল প্রস্তুত হন। ২০১৯ সালে আপনাদের সঙ্গে ভোটযুদ্ধ হবে। বাংলার জনগণ ওই সময় আপনাকে ভোট দেবে না।’তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরে যেসব উন্নয়ন ঘটিয়েছি তাতে অবশ্যই ওই নির্বাচনে আমরা জিতব। ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বাংলার জনগণ শেখ হাসিনাকেই ভোট দেবে।’

এ জাতীয় আরও খবর