মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে কাটা পড়ে নারীর মৃত্যু
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬
---
নিজস্ব প্রতিবেদক : মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে নেত্রকোনা রেলস্টেশন ও কোট স্টেশনের মাঝামাঝি স্থানে অজ্ঞাত এক নারী হাওর এক্সপ্রেসের নীচে কাটা পড়ে মারা গেছেন।
জানা গেছে, সকালে হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে। ট্রেনটি নেত্রকোনা কোর্ট স্টেশন অতিক্রম করার সময় সকাল ৯টার দিকে ওই নারী রেললাইন পাড় হচ্ছিলেন। এসময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাছুদুল আলম জানান, মৃত নারীর লাশ উদ্ধার করতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।