g নারীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার এক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

নারীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার এক

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

grafter

নিজস্ব প্রতিবেদক বিদেশে পাচার করে এক নারীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় মো. আবুল হোসেন (৭৫) নামে এক ব্যক্তি ঢাকায় গ্রেপ্তার হয়েছে। গত রবিবার রাতে গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। আবুল হোসেন খাগছাছড়ি জেলার দীঘিনালা উপজেলার মো. আবছার উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান সোমবার দুপুরে জানান, জেলার সদর উপজেলার সুলতানপুরের এক নারীকে বিদেশে পাচার করে একটি চক্র দেহ ব্যবসা করায় অভিযোগ এনে গত জানুয়ারি মাসে থানায় মামলা হয়। এ মামলার আসামী আবুল হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর