g চট্টগ্রামে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

চট্টগ্রামে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

raozan-birol-fish_103941রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে একটি পুকুরে জালে আটকা পড়েছে হেলিকপ্টারের মতো দেখতে এক বিরল প্রজাতির মাছ।

রবিবার দুপুরে উপজেলার নোয়াপাড়ায় একটি বাড়ির পুকুরে দৌলত খান নামে এক যুবকের জালে আটকা পড়ে মাছটি।

ওই বাড়ির কলেজছাত্র আজাদ ইসলাম বলেন, আমরা মাছটি একোরিয়াম লালন করার সিদ্ধান্ত নিয়েছি।

এলাকার জালাল আহমদ ও মোহাম্মদ হারুন বলেন, এই ধরনের আজব মাছ আমরা আগে কখনো দেখিনি। এই মাছ কোথেকে এই পুকুরে এলো, তাও বুঝতে পারছি না। তবে এসব মাছ বিভিন্ন দেশে একোরিয়ামে রাখা হয়। মাছটি খুবই শক্ত প্রকৃতির। তার পাখগুলো বেশ বড় ও শক্ত।